Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

- ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প ( ১ম ও ২য় পর্যায়)

       ১ম পর্যায়ে ১৩ টি এবং ২য় পর্যায়ে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

- ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প।

       ৩১ টি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে।

- হার পাওয়ার প্রকল্প (Her Power Project )।

       ১ম পর্যায়ে ওমেন ইকমার্স প্রফেশনাল কোর্সে ২৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

       ২য় পর্যায়ে গ্রাফিক্স ডিজাইন কোর্সে ৪০ জন, ডিজিটাল মার্কেটিং কোর্সে ২০ জন এবং ওয়েব ডেবলাপমেন্ট কোর্সে ২০ জন নারীর প্রশিক্ষণ চলমান রয়েছে।

- স্কুল অফ ফিউচার এ পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ।

       মোক্তাল হোসেন স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠানে ৯০ জন শিক্ষার্থী পাইথন প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেছে।

- ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের ১০ দিন ব্যাপি ট্রাবলশুটিং প্রশিক্ষণ।

       নেত্রকোণা সদর উপজেলার ২৮ টি  ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের ১১২ জন শিক্ষকদের ১০ দিন ব্যাপি ট্রাবলশুটিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।